আয়রে আয় সবাই মিলে ভাসাই একটু ভেলা
নদীর চরে বিকেল বেলায় বসবে যে আজ মেলা
সাঙ্গ হোক কয়েকটি দিন প্রতিদিনের খেলা
সেজেগুজে সবাই মিলে দেখবো শুধুই মেলা
ঘোড়ায় চড়া,চরকা ঘোরা জীবন জুড়ে বেশ
স্বপ্ন দেখার,স্বপ্ন ছোঁয়ার নতুন নতুন রেস
তেলেভাজা,ফুচকা খাওয়া হট্টগোলের ভিড়ে
সকলে মিলে করব মজা,আসবো ফিরে ফিরে
ফেরার পথে তুফান তুলে মনের সুখে ধরবো গান
সবার সাথে প্রাণের মিলন মেলাই আসল প্রান
আয়রে আয় সবাই মিলে প্রাণের মিলন মেলায়
দেখা হোক সবার সাথে আদান-প্রদান খেলায়।
-------------------------------------------------
১৩/১২/১৯-অবুঝ মন-