কথার মালায় সাজানো --
পালকির দোলার আজ অবকাশ নেই
কেন তবে মিছি-মিছি প্রেম প্রেম খেলা?
হারিয়ে গিয়েছে কি সময়ের ভেলা!
আজ ও রাবনের চিতা জ্বলে--
ব্যথার ফল্গু  ধারা রূপে
দোষ কি তার ছিল?
সে কথা মানবিকতার পাতায়
ইতিহাস হয়ে আছে-
এ বিষয় ও কেনা জানে?
তাই বলে ভগবান রামচন্দ্র
কখনো কি প্রশ্ন করেছিলো-
আকাশ কুসুম কল্পনার আছে কি মানে?
জানি এর  উত্তর ও-কিছু সময় জমা হবে--
মনের অন্তঃকোনে,নীরব অভিমানে
এতদ সত্ত্বেও কি জীবন থাকবে থেমে?
না কখনোই না,-জীবন চলে জীবনের মতো
আর বোঝে সুখ -দুঃখ, হাসি- কান্নার মানে।
---------------------------------------
৩০/৪/১৯