নাই বা হলাম আর ধৃতরাষ্ট্রের মতো অন্ধ
দুর্নীতি অনাচার এই নিয়ে কথা হোক
লড়াইয়ের রাস্তাও এখনো হয়নি একেবারে বন্ধ।


ধোকাবাজ বাটপার দেখলে
একটু তো দায়ভার বর্তায় তোমারো আমারও স্কন্ধে
কালপ্রিট পোকা গুলো বাইছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।


হয় যদি হয় হোক তৈরি রেনেসাঁস ক্ষতি কী
বাঁচবার,বাঁচাবার এই পথ একদম সত্যি
লাভ নেই থেকে আর ধন্ধে দ্বন্দ্বে গুটিয়ে আড়ালে।


অন্যায় ধোকাবাজ সৃষ্ট পিশাচের পৃষ্ঠপোষকের--
আমরা কি চাই না ধ্বংস?
যদি চাই মুক্তি--হাতে হাত,কাঁধে কাঁধ মিলেমিশে এসো সব বাইরে।


বস্তাপচা রং ফানুসের মেলা এবং কুমিরের কান্না শুনে আর লাভ নেই
দেখবে দেখবেই এ পথেই একদিন চোরেদের চিহ্ন নির্মূল
উঠবে সূর্য লালে লাল‌,পাবো এক জঞ্জাল মুক্ত পৃথিবী।
-------------------------------------------
২৩/৪/২৪-অবুঝ মন -