অনেক তো হলো ফাঁকি
এখন একটু বিরামের চিহ্ন আঁকি
ক্ষয় আছে বলে নিজেকে থামতে জানতে হয়
আর নয় কুহক অন্বেষণ
পাখি তো উড়বেই এটা তো সত্যি
মিথ্যের নেই কোন স্থান
কথা আর কথা শব্দের মিলিত প্রভাব
এই জল,ওই ছায়া,খাঁটি মাটি----
ঘনঘোর আর পৃথিবী এসবই ভরসা
কী যেনো বাকি রয়ে যায়?ভয়!একান্ত---
স্বাধীনতা কী এতোই আধুনিক
নিছক একটা ডিভাইস?
প্রোফাইল ভালো না হলে সেই তো অন্তিম
অ্যাটাক অ্যাটাক অ্যাটাকিং!তিরের কোন দোষ দেখি না।
---------------------------------------
১০/২/২৪-অবুঝ মন -