----------------------------------------
রীতি ও নিয়মের মাঝে আজও,
রয়ে গেছে মানববন্ধন
খেলা-মেলা-উৎসব এ মেলে--
সেই চেনা সুর-অভিকর্ষ রূপটান।
আজ তেমনই একটি সুখপাঠ্য দিন
যা মানব ইতিহাসে হয় না মলিন
জয়-জগন্নাথ আসছে রথে---
চেতনার রঙে রাঙিয়ে-যুগান্তরের পথে
সার্বজনীন মঙ্গল বার্তা দিতে--
কালের স্রোতে নতুন নতুন আগুন পোহাতে।
মানবদেহের দুইশত ছয়টি ---
হাড়ের আদলে চেপে-পরিচিত সজ্জিত রথে
যেখানে আছে ষোলো টি চাকা--
জ্ঞানেন্দ্রিয় ,কর্মেন্দ্রিয় ও রিপুর প্রতীক রূপে
রশি হলো মন-আর বুদ্ধি রথের সারথি-
যা সম্যক জ্ঞানের পরিধি বিশেষ।
তাই সুরের সুরে বলতে ইচ্ছে করে--
বলুন একবার- জয় জগন্নাথ -সকলে মিলে।
---------------------------------------
৪/৭/১৯-ছবি-