পেয়েছে সুর পেয়েছে সম্মান
অথচ ভেজালের রমরমা প্রদর্শন!
সেখানে কে নেই বলতে পারো?
রাঘব বোয়াল সমাজের যতো মাথা উচ্চত্তর!


আরো কত দেখতে হবে তা কে জানে?
এই যে বজ্র আঁটুনি ফস্কা গেরো
নামকাওয়াস্তে ভেরিফিকেশনের আছে কি মানে?
চারিদিকে নিকষ কালো অন্ধকার
হাঙ্গরের অফুরান বিস্তার!
সুবিস্তৃত পথ জুড়ে বিছায়ে মাকড়সার জাল
সব গোলমেলে সব গোলমাল!


মানুষের জীবন নয় তো যেনো গিনিপিগ!
বুঝেছো উপেন ইয়াসকর ইয়াসকর আর পিকনিক
পড়লে বেকায়দায় দায়ভার ভবানী কিংবা গঙ্গা জানে
জোয়ারে বসত সব যাবে উড়ে উন্নয়নের টানে!


আর কি চাই? চুপচাপ ঠুঁটো জগন্নাথের মতো প্রতিবাদ ভুলে
আলমারিতে খাতা কলম যত্ন ভরে রেখো তুলে
মনে রেখো একটু হিতে বিপরীত হয়েছে কী আসবে ছুটে দামাল ছেলে!
ওরে পাগলা ভোলা হয় এখানে থাম নয় এবারে বাড়ি ছেড়ে পালা
আর নয় প্রসংসা বাকি কথা থাক তোলা।
---------------------------------------------
২৫/৬/২০২১-অবুঝ মন-