।।‌কবি ও কলমে।।
        ।।‌নরেশ বৈদ্য।।
--------------------------------------------
ভাবনার জগতে ডুব দিতে গিয়ে
নিদ্রার পৃথিবীটা নিয়ে নিলো বাগে
কলমের খোঁচারও হলো খুব রাগ
কবিতার চারা বলে ভাগ তুই ভাগ
খাতা বলে এই রে এবার কি করি?
এভাবেই করে যদি ওরা মারামারি
যত স্রোত ভাংছিল হয়ে যাবে চচ্চড়ি
আঃ মলো,যেভাবেই হোক একটু বমি করি
একুল-ওকুল বাঁচুক,যুদ্ধটা যাক থেমে
সন্ধির ইতিহাস সুমধুর হোক কবির কলমে।
------------------------------------------
০১/৭/২০২০-
------------------------------------
।।ভেবে বলো।।
  ।।অবুঝ মন।।
-----------------------------------------
সময় পায়নি তাই
কবিতা হয় নাই
ছিলো যে কাজের তাড়া
কি করে জাগবে পাড়া?
ঝুর ঝুর দিলে নাড়া
কবিতায় পড়ে সাড়া।


এই যে জাগিয়ে দিলে
বর্ণের দীপ জ্বেলে
ভাবনার পাতা গুলো
ডানা যে মেলে দিলো
তুমি খুব ভালো মেয়ে
নাও এবার দেখো চেয়ে
পড়া চাই সবটা
হয়েছে কি কবিতা?
-------------------------------------
    -৯/৭/২০২০-