।।কামড় না দিতে পারো ফোঁস করো।।
                ।।নরেশ বৈদ্য।।
---------------------------------------------
এ কি নমুনা? শুধু ভালো সাজা মুছে গেল আপডেট!
চুরি হয়ে গেলে তথ্যের সম্ভার বাহুবলি ক্ষমতার জোরে
কিসের এতো ভয়? কিসের সাংবাদিকতা? মুখ বুজে সবকিছু মেনে নিতে হয়!
কি দেখল--কি বুঝলো জনগণ সারাদেশ জুড়ে?
শুধুই কি পদলেহন দুধ পেতে চেয়ে?
আম খাওয়ার এত যদি শখ আছে কেন এই দরবার খোলা?
এ ভুবন জুড়ে জমি জায়দাতে সাতকে সতেরো করার লোকের অভাব তো নেই
তাদের সাথে ভিড়ে যেতে আপত্তি কোথায়?
তা না করে পরিসংখ্যান বদলের হুড়োহুড়িতে সায় দিতে হয়
এ যে মরা মানুষের এড়িয়ে চলা কৌশলী দায়
মুছে যাবে কি এতো সহজে?
প্রতিবাদ কোথায়? কেন হল ওরা অসহায় মৃত্যু চিতায়?
প্রমান তো মিলেছিল রক্তের নমুনায়
এই যে এতো এতো টাকা খরচ,বড় বড় ডিগ্ৰি সবকিছু মিথ্যা কি মনে হয়?
ধুলায় কি মিশে গেলো না ওদের আত্মসম্মান
চাপা দিয়ে দিলেন ছাইয়ের গাদায়,শুধুই বাজার হারানোর ভয়ে!
ছিঃ ছিঃ মরি লাজে
এখনো সময় আছে,কামড় না দিতে পারো- ফোঁস করো মাঝে মাঝে
জেনে রেখো বিশ্বাস হারিয়ে গেলে ফিরে পেতে সময় লাগে
অন্ততঃ চেষ্টাটা করুন একবার "নবজাগরণ" যাতে ফিরে আসতে পারে
মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলুক
বাঁচবে তোমরাও চেতনার সঞ্জীবনী আলোকে।
---------------------------------------------
২/৪/২০২০-অবুঝ মন-