কখনো দেখে মনে হয়নি
খেলাপি কথার জাল লুকানো রয়েছে মনে।
মনে হয়েছে শান্ত দীঘির জলে--
রাজহংসী পাখনা মেলে,
চায় যে ছুঁতে সুনীল আকাশ-কে।
টলমলে সুধা ভান্ডারের পূর্ণতা খুঁজে--
ভালো লাগা আবর্তকালের ঠিকানায়,
হারানো আগুন পোহাবে বলে।


সেইমতো গোপন জবানবন্দি--
যা ছিল সবার অলক্ষ্যে,
স্বপ্নে-তে রচেছিল বাসর সজ্জা।
অনেক চেনা জানা বাগিচার মাঝে--
বর্ণিল রামধনু রঙে সাজে,
মহানন্দে ডানামেলে পরব পাবার আশায়।


কিন্তু কেন অশনি-সংকেত নেমে এলো--
সংযমী মায়াকাননে-কঠিন বন্ধনে?
গর্ব যন্ত্রণার মতো ঢেউগুলি,
ফানুস বাজির মতো গেল গেল রবে--
উদাসীন অবয়বে নীরব দোলায় চড়ে,
আয়োজনের শেষ চিহ্ন মুছে ফেলে অপূর্ব দক্ষতায়।
চুরি গেল একসাথে পথ চলা সময়ের---
সুখ- দুঃখের নিশান উড়ান।
আবর্তকালের মাঝে রয়ে গেল আজ ও,
সেই অচেনা কাঁটাতারের বেড়া।
-------------------------------------
১৭/৫/১৯