জানা জানি যা হলো
সেটুকুতে বোঝা গেলো
ঘোলা জল চরকি কাটছে!


বেশি কিছু লাভ নেই
ভেজালের কারবার
স্রোতে গা ভাসালে দিব্বি চলবে!


এ কেমন রসায়ন --
বাঙালির আরামের চুমুকে
তবু দেখি হাঁক ডাক পাড়ছে!


যেতে হয় যাবো চলে একদিন
নিয়মের খাতিরে
থাক যতো কুৎসিত ভিতরে।


উজাড়ের এ গাঙে
ভালো কিছু পড়ে নেই অনিশেষ!
কার তরে আমরা কে জানে?
------------------------------------------
২৮/১১/২৩-অবুঝ মন -