নীলিমায় নীল নেই
জল রঙে ভরে
প্রভাতের জোর নেই
বায়ু গেছে ঝরে।

টিপটিপ ঝরে বারি
মেঘেদের তাড়া
কলরবে মুখরিত
পাখি বাসা ছাড়া!

দিবাকর গেলো কোথা?
আঁধারের ঢল
এমন দিশাতে কি--
বাড়ে মনোবল?

কে আছিস কোথায় ভাই?
মাঠে যাই চল
অলস মেজাজে ছেড়ে
খেলি ফুটবল।
------------------------------
৩/৯/২০২২-অবুঝ মন-