শিরদাঁড়াটা দেখতে পেলে?
দেখলে তো সেই কারা এলো--
আসতে যেতে কাটছে কাদের?
থাকলে পাশে এমন করে
বিষমাখনের বাক্স খোলে?
তুমি আমি ভাবছি বসে সোনার চাদর!


সেই যে ওরা শহীদ হলো,মনে পড়ে?
তখন থেকেই একটা শ্রেনী,নপুংসকের জন্ম হলো
এরাই সেরা গুণ বিচারে সময় ফেরে!
কী জানি কয় মানীর মানী-?
সত্য কথা বলতে মানা
হোক না যতোই পাহাড় সমান দেদার চুরি।


বলেও যখন লাভ হবে না,থাক তবে
চলার পথে আর যাই হোক
একটু খানি দূরেই থেকো--এদের থেকে
না আর তেমন ভাবার নেই,একাডেমি পাক যতোই
তুমি আমি কে না জানে নবাব কে টা?
জানবে কারা মনের মত-বলতে পারো?
-------------------------------------------
১০/৩/২৩-অবুঝ মন-