ইচ্ছের আর দোষ দেখি না
ভিড় জমায় চোখের কোণে
সময়টা যেই চরকি কাটে
মন খোঁজে তার উল্টো মানে।


বলতে গেলেই আগ চড়িয়ে
চপেটাঘাত আসবে উড়ে
মাঝ নদীতে উঠলে তুফান
আর কি ফেরা যাবে তীরে?


হয়তো খানিক মেঘ জমবে
অভিমানের পাহাড় চূড়ে
বরফ সাগর বাঁচিয়ে রেখে
হালটা ধোরো শক্ত করে।


আসবে ফিরে আলোর রেখা
হোক না যতোই ঘূর্ণিঝড়
বা দিকের ঐ কোনায় তাকে
ভালোবাসার একটা গড়।
--------------------------------------
২৫/৪/২০২২-অবুঝ মন-