কালের ছোঁয়াচে হিঁচকি টানে
বৈষম্যের আগুন মেখেছি গায়ে
ভেবে ছিলাম সময় একদিন ঠিক-
অবস্থান বদলে আলোকিত পথ দেখাবে
অথচ রক্ত নদীর বুলডোজার
আজও প্রবহমান সীমান্তের কিনারে
সমকালীন,সমগোত্রীয় আঁচল ঘিরে---
রাজনীতি যে মানায় না এ কথা বুঝবে কবে?

অনায়াসে যে মেঘের দেওয়াল
অতি সহজেই ভেঙে দেওয়া যায়
সেখানে বারে বারে চুম্বন আকর্ষী টেনে
বিভাজনের পাশা খেলা কেন হয়?
কাঁচের সাগর নিয়ে এতো নাচানাচি
অন্তরঙ্গের মোহ,অসুখের নামান্তর
অর্থের ভাপানো মেহফিল গরিমায়-
স্থেহের পরশ ছোঁয়া পাওয়া কি যায়?


একে একে চলে যে যেতে হবে,
ভুবন ডাঙ্গার এ মাঠ ছেড়ে
স্মরনকালের ইতিহাস ঘাটলে কি--
এ কথা কেউ ভুলে যেতে পারে?
তবু দেখো চেয়ে কঙ্কালসার
অহং ভাবনা কেমন ধরেছে ঘিরে?
অতীতের খুনসুটি,ঝগড়া ঝাটি,রক্তের উষ্ণ বাঁধন
মুছে গেলো চাপ চাপ অনুজ্জ্বল পোশাকে!
-------------------------------------------
২০/১০/২০২০-অবুঝ মন-