ঝুর ঝুর করে মাটি সরছে বলে কি তেলে বেগুনের এতো বাড়বাড়ন্ত?
এই যে জনমোহিনী যাদুকরী মহিমা প্রচার
সত্যি কি পশ্চিম দিগন্তে পাহাড়ের ঢালে মুখ লুকালো?


দেখুন দেখি ঐ তো সুভাষ আঙ্গুল উঁচিয়ে বলছে দিল্লি চলো
বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিবেকানন্দ কি ভাষায় কথা বলেছিলেন সে বিষয় নিশ্চই অবহিত আছেন?


তাহলে আড়ে বহরে এতো বিজ্ঞাপনের রোল মডেল করে লাভ কি হলো বলতে পারেন?
আপনি আচরি ধর্ম,মন্ত্রটি একটু কষ্ট করে মেনে নিলে
এতো তাড়াতাড়ি রথের বসে যাওয়া চাকার জন্য শক্তি ক্ষয় করতে হতো কি?
কী জানি হয়তো বা কর্ণের ছেড়ে যাওয়া রাস্তাটা অতিরিক্ত মন পসন্দের তালিকায় স্থান দিয়েছেন!
বাসুদেবের কথা একটু মনে করলে সাম্রাজ্য বিস্তারে খুব ক্ষতি কি হতো?
--------------------------------------------
১/৪/২০২১-অবুঝ মন-