আজ একটা গল্প বলি শোনো
একদা এক গুরুকূলে শব্দ চাষির জন্ম হলো
স্বাধীনতার ডুব সাগরে চেতন আলোয় মন রাঙালো
দুরন্ত এক অভিলাষে প্রতিবাদে মুখর হতেই--
দিকে দিকে উঠলো ঝড়--জব্দ কর জব্দ কর!


একটি বিড়ির গন্ধ শুঁকে জমিয়ে দিতো যে গল্প গুজব
হঠাৎ দেখি সেও কী না স্পাইয়ের বেশে উঠোন খুঁড়ে উদয় হলো!
জিগ্যাসিল শব্দ চাষী কী আজ এসেছিলো?হঠাৎ কোথায় ভ্যানিস হলো?
নিন্দা বেচার যাপন সুখ শহর জুড়ে--তিরের মতো বিষিয়ে গেলো!


তরল সরল শব্দ চাষী আলোর খোঁজে উত্তরণ
বুক জালিয়ে জানিয়ে দিলো কোথায়--কেন-- আছে এখন
তবুও না কী হিসাব তার অনেক খানি এলোমেলো!
বিভাজনের এই যে আঁধার গুরুকূলে নামছে কেন-কেউ কী তোমরা বলতে পারো ?
----------------------------------------
১৫/১/২২-অবুঝ মন-