মরুভূমির মধ্য দিয়ে চলেছি হেঁটে
পথের যে শেষ কোথায় জানি না
ঘুরতে ঘুরতে কি করে যে
একদিন চেরাপুঞ্জির কিনারে,বলতে পারবো না
ভিজে গেছে সমস্ত শরীর
হঠাৎ কি ভাবে সবুজ পাতার নির্ঝর সুর,দোলা দিয়ে গেল?
পর্দায় ভেসে এলো কি পরবো বলো?
ইচ্ছে ঘুড়ি উড়ছে তখন সীমাহীন ঢেউয়ের দোলায়
কথা রেখে বাঙালি ধাঁচে বধূবেশে মেমসাহেব!


রুগ্ন শরীর,কালির ছাপ চোখের নিচে জ্বলজ্বলে
কি জানি মনে হলো ঝোড়ো হাওয়া বইছে জোরে
খানিকটা দ্বিধাও রয়েছে বুকে,
আলাপন হলো আবেগের মনলতা সরিয়ে ছুটন্ত সময়ের ভিড়ে
তারপর জল বয়ে গেল অনেকটাই
চেনা স্রোত,মাঠঘাট একটু একটু করে আসলো ফিরে
মুখোমুখি বসে একসাথে হাতের পরে রাখে হাত
সুর বাজে গভীরে "ফিরে এলাম দূরে গিয়ে "
স্বপ্নীল খেলা ঘরে বাসা বাঁধে আশা
পাশাপাশি চলার সাধ জাগে মনে
হলোও তাই ক্ষনিক সময়,অতিথির বেশে
নিয়মের বেড়াজালে যেমনটি হয়।


তারপর সেই,অনেক চেনা জানা রাস্তার মুখোমুখি
তুমি চলে গেলে,পুরনো ছকে
ভেসে এলো আলেয়ার বাঁধ স্বপ্নকে মুছে দিতে
তাকিয়ে দেখি মাছ জলে খেলা করে,কবিতার চারা গাছে গাছে
অনেক সময় দাঁড়িয়ে একা চেরাপুঞ্জি কোথায়!
সত্যি কি হারিয়ে গেলাম মরু সাহারায়?
---------------------------------------------
৩/৩/২০২০-অবুঝ মন-