।।খেলা।।
।।নরেশ বৈদ্য।।
---------------------------------------
খেলা জমে উঠেছে-সুচারু, সুনিপুণ কৌশলে--
দর্শকাসনে আমজনতা উদ্বিগ্ন,
উত্তেজনায় ভিতরে একেবারে টানটান--
ঝরুক না কিছু রক্ত- তাতে কি!
কিংবা ফুলের মতো নিষ্পাপ কিছু প্রাণ।
দায়ভার -সে তো চাপান-উতোর!
প্রচার হবে যে সবকিছু, মানুষের কল্যাণ।
চলছে এমনই- বর্বর যুগের ধারা--
ইগো ও অর্থের সমন্বয়ের জোরে,
সাজা শব্দটা অভিধানে লেখা আছে'বলির পাঁঠা' -
ভুক্তভোগী কেবলই, দিনমজুর-আমজনতা।
মিশেও যাবে ঠিক, আমে আর দুধে--
ততক্ষণে সবশেষ,হাহাকার- চিৎকার
চাপা ও, পড়ে যাবে---
একেবারে নিস্তব্ধতার পাহাড়-চূড়ে।
আর ঠিক তখনই, চলবে লাশ নিয়ে টানাটানি,
কেন জানি না মানব কল্যাণে--
আজও,চলে এই সুন্দর বেইমানি!
আসবে কি ফিরে চেতনা-এই ঘুন ধরা সমাজের?
অপরাধ-বোধ জাগবে কি মনে?
কিংবা মুখ কি কখনো ঢাকবে আত্মগ্লানিতে?
প্রশ্নগুলো নীরবে ঘুরছে আকাশে-বাতাসে।
------------------------------------------
১৬/৬/১৯