মোরুক না দু-চারটে সুস্থ চেতনা প্রাণ
তাতে ওদের কিবা এসে যায়
বুক বাজিয়ে বলবে ওরা--
দেখছেন, চিৎকার করছে কারা?
কিছুই বোঝে না সমাজের এরা
হয়ে গেছে সব অকেজো মেশিন
তাই নাকি বিরোধিতা রক্তে, হয়েছে সতত স্বাধীন।
খুব জানতে ইচ্ছে করে--
সেইসব (নেতা)-শিক্ষক গুলি এখন কি করে--
রয়েছে কি তারা লুকিয়ে ঘরে?
উলঙ্গ রাজার জন্য আর কি --
চিৎকার করবে ওরা সজোরে?
জানি চামড়া গুলো আর পাতলা নেই
দেখলে গন্ডার গুলিও হার মেনে যাবে-
তাই বলে স্বজাতির কথা --
বেমালুম ভুলে যাবে এত সহজেই!
হায়রে সেলুকাস কি বিচিত্র এই রূপ
নিজ অধিকার চাইলে পরে,ভেসে আসে বিদ্রুপ-
খুবই পরিচিত ঘেউ ঘেউ সুর--
এগুলো শুনলে পরে ওদের যে আনন্দ হয়
নাক কান কাটা আছে যে--
এ জগৎ বড়োই বিচিত্র-ময়
কতনা রয়েছে ওদের অভাব
কেবলই বিরোধিতা করাই যেন,আসল-ই স্বভাব।
-------------------------------------------
১৭/৭/১৯