এখন আর রাতের অন্ধকারে--
ভ্রমরটা স্পর্ধার বীজ ছড়ায় না
কারণ সে জেনে গেছে
গোলাপের বাসি হওয়ার নিত্য ঘটনা।
একদা যে চাঁদপুর
লক্ষ বছর অপেক্ষার পথ চেয়ে তাকিয়ে ছিলো
সে উঠানেও আজ আকাশ জোড়া ক্লান্তির ঢল
এতকিছুর পরেও,কেন জানি না--
ভাবুক আজো আস্থায় অবিচল?
প্রভাতের আলো দেখলেই জেগে ওঠে প্রচ্ছন্ন ব্যধি!
অথচ না পায় কোনো কূল না পায় নাগাল
এতে তার বিন্দু মাত্র হেলদোল নেই!
শব্দ প্রবাহের খসখস ঢেউ বয়ে চলে নিরন্তর।
------------------------------------------
২৪/৫/২০২২-অবুঝ মন -