কী অপূর্ব বর্ণসংযোগ!
এতো সমঝোতা কিভাবে কুড়ায়?
দুটি নদী পাশাপাশি থেকেও নিরুত্তাপ--
মোহনার অপেক্ষায়
অথচ বিস্তারে কোথাও একটা সামান্য গোলমেলে তার
হোক তা যতোই সন্ধ্যার মেঘমালা
তবু ফুলে ফেঁপে আসবে জোয়ার
এ বিষয় একটুও সন্দেহ নেই বালুকাবেলার
নিখোঁজ নাবিককে যে এ ভাবেও বেঁধে রাখা যায়!
না আছে বিদ্রোহ না আছে জীর্ণদাগ
সেই তো আবার ইচ্ছে নেশা--
স্মৃতি আগলে পাশাপাশি হাঁটতে চায়
কী জানি কূলের সমীপে একূল ওকূল একাকার হবে কী না?
------------------------------------------- -১৫/৩/২৩-অবুঝ মন-