তোমার এই আসা যাওয়া
নানা রূপে গান গাওয়া
জীবনের ধারাপাতে
এ যে এক বড় পাওয়া।


কিছু মেঘ কিছু রোদ
নিয়ে যায় খোঁজ রোজ
নয় শুধু বেদনা
কবিতায় সংযোগ।


পাড় ভাঙা ঢেউগুলো
সবটাই নয় মুলো
খেয়ালের মাঝে এক
এক ঝাঁক তারা হলো।


এই যে উঠোন জুড়ে
হাত-পা ছুঁড়ে ছুঁড়ে
দীপ জ্বলা অঙ্গন
পাতাটি কি ছিলো মুড়ে?


যৌনতা যাক হেরে
তোমার না থাকা ঘিরে
মন শূন্য হলেও বা
কতো ছবি ভিড় করে।
---------------------------------------------
৭/১/২০২১-অবুঝ মন-