যৌবন উপচে পড়ছে দেখে
ছবিতে পড়লো টান
স্থান চূতি ধারাস্রোতে
থাকে কি আর মান?


বিস্তীর্ণ ঢেউ খেললো সাঁতার
উলঙ্গ তাপের অনলে
কামনার উন্মুক্ত সেমিনার
মধুচন্দ্রিমা ভেসে চলে!


সবুজ পাতার আড়ালে
গোলাপের পথহারা ভ্রম
গরম নিঃশ্বাসে পুড়ে--
মরে ভ্রমর ভেঙে সংযম।


পিছল স্রোত যামিনী কৃপণ,
মনে পড়ে খেলাঘর
অন্তরালের ডিগবাজি ঘামে
ভেসে ওঠে কুলীন সাগর!
-------------------------------------------
৩০/৬/২০২১-অবুঝ মন-