কারা যেন ওয়াক,থু করে চলে গেল
আমি তাদের দলে নেই
আমি বুঝলাম প্রয়োজন টাই আজ তোমার ভীষন প্রিয়
তুমি ও বুঝেছিলে এ জমিতে বাজ বরনের চাষ হবে না কখনো
তাই এ যাত্রায় বাটপার শকুনির মতো হতে হলো-
শুষে ও নিলে খেটে খাওয়া ফকিরের যতো ঘাম একলহমায়!
আমি জানতে চাই না এ কায়দার ঘর কতটা সফল
তবু বলতেই হয় সাব্বাস এ কৌশল,অন্তত গল্পটা বিকোলো দামে
না আমি হাততালি দেবো না একটু ও,যদিও তোমার প্রাপ্য
তুমি ভাবতেই পারো মাত্র এটুকুই বঞ্চিত--
মনে আছে কী খাঁ খাঁ সাম্রাজ্যের একছত্র অধিপতি কে ছিলো?
ওই দেখো নর্দমা হাসছে,ওই দেখো নর্দমা হাসছে--
--------------------------------------------
১৬/১১/২৩-অবুঝ মন-