পথ যে কঠিন ঠাঁই সেকথা জেনেও,
ঘুম জাগানিয়া পাখি সুর খুঁজে ছিলো যেখানে
সে পথ আজ হয়েছে বিলীন
শুধু বেঁচে আছে কতিপয় ছায়াপথ
তবু দেখো চেয়ে আলেয়ার ভরসা রঙিন!


সেই যে আনলাকি থাট্রিন,গরমের হাঁসফাঁস
নেশার কুয়াশা ঘেরা ঢাল বেয়ে উপরে ওঠা
কৌতূহলী চোখ কি হয়--কি হয়?
হানাদার নিলো কেড়ে ফোয়ারার জল,গোছানো সম্বল
সেই থেকে কী আশ্চর্য মরুভূমির হলো আবির্ভাব!


রেগে যাওয়ার কথা যদি আসে
তাহলে কিছু কি আর বলার থাকতে পারে?
সময়ের নিরিখ বদলের ঠিকুজি খুঁজে
পাঁজর জুড়ে রক্তের প্রতিটি গ্রুপে
ধকলের চিহ্ন আজো জেগে আছে সুস্পষ্টরূপে।


এর পরেও রেগে থাকা আর কি শোভা পায়?
---------------------------------------------
২৫/৩/২০২১-অবুঝ মন