সাঁঝের বেলায় বেরিয়ে ছিলাম পথে---
সারি সারি আসছে পাখি ঝাঁকে,
রঙ বেরঙের কতই বাহার---
ডাকগুলি যে মিষ্টি আহা!
বসছে এসে গাছের শাখায়।


এমন সময় হঠাৎ দেখি---
একটি গাছের তলে,
চুপটি করে একটি পাখি---
ঝুলছে গাছের ডালে,
মিষ্টি করে দেখছে পাতার ফাঁকে।


অন্ধকারে মনে হলো---
হয়তো বা সে ময়না,
মৃদু স্বরে বলছি ওকে---
একটু কথা কও না,
মনে হলো আমার কথা ও যে শুনতে পায় না।


লাজুক লাজুক চোখে---
তাকিয়ে আছে ও যে,
মিষ্টি ওকে লাগছিল যে---
গাছের পাতার ফাঁকে,
ওর পানেতে চেয়ে চেয়ে হারিয়ে গেলাম নিজে।
-------------------------