মা
---------------------------------
আমি কে?
কোথায় ছিলুম?-জানি না যে
অনেক কষ্ট সহ্য করে
দশমাস দশদিন গর্ভে ভরে
তুমি নিয়ে এলে-পৃথিবীর পরে
পরিচয় দিলে স্নেহ মাখা আদরে
জগৎকে চিনলুম,জানলুম-
নিজের মতো করে
জানি তোমার আশিস রয়েছে মাথার পরে
তুমি যে আমার গর্ভধারিণী,আমার জননী
এক স্নেহময়ী ছত্রছায়া-
বুকে জড়ানো গভীরমায়া-আমার আকাশ,তুমি মা।
----------------------------------
১০/৫/২০২০-
-----------------------------------
।।তুমি স্বর্গ তুমি ধর্ম।।
------------------------------------
দেখতে দেখতে সাতশত ত্রিরিশ দিন হয়ে গেছে পার
'কচে' ডাকটা মরু সাহারার মতো ঘুরে বেড়ায়
আজ এই দিনে বট গাছটি উপড়ে পড়ে ছিলো ঝড়ে-
মুঠো মুঠো যন্ত্রণা বুকের পাঁজরে জড়িয়ে।


দপ্তরগুলো জেগে আছে জরাগ্ৰস্ত অবস্থায়
বাতাসে অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায় ঠিকানার সন্ধানে
জানিনা তাদের আজ এ কথা আছে কি স্মরণে?
দেনা শোধের দুঃসাহস কে বা দেখাবে?
স্পর্ধা ফুরিয়ে এলে আমরা যে কত অসহায়


শুধু কাতর অনুনয়,প্রার্থনা ও ভাবতে পারো-
যেখানেই থাকো ভালো থেকো তুমি সবসময়
ক্ষমা করো অধমদের সব অপরাধ আর,দিয়ো ঢেলে-
ভূমিহারা এই  দুর্ভাগাদের প্রানভরে আশীর্বাদ।
-------------------------------------------
১১/৫/২০২০-অবুঝ মন-