মাখন খেতে কার না লাগে ভালো?
থাকলে বিবেক প্রশ্ন কোরো-
কোথা থেকে--কেমন করে এলো?
একটিও নয় দুটিও নয়--
নয় নয় করে বিয়াল্লিশ দিন!
কার পেটটা জ্বলেছিল?
মাখন খেতে সত্যি সত্যি লাগে ভালো?


আর একটু এগিয়ে গেলে
পড়বে কী আর মনে?
দৈনদশা কোথায় ছিল?
কেমন করে বদলে গেল?
স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে--
কে যে প্রথম এগিয়ে এলো?
তিনিও ছিলেন অনশনে
চৌদ্দ দিনে একটু মনে কর
মাখন খেতে কার না লাগে ভালো?


অনেক হলো পাশে থাকা
মনে থাকার বার্তা শোনা
কী যেন কয়--?বিভীষণের গুপ্ত হানা!
নাম না করে প্রশ্ন রাখা--
শুধু এইটুকুইতে ফস্কা পড়ে!
সময় খুঁজে মানব কূলে বিরাজ করে
জাত ধর্ম বিচার কোরো
মাখন খেতে কার না লাগে ভালো?
-----------------------------------------
৪/৪/২৩-অবুঝ মন-