বলুক লোকে গৌরীসেন
কি বা এসে যায়
চামড়া শুধুই মোটা নয়
গন্ডার কেও হার মানায়।


ঘোর বিপদের প্রমাদ গুনে
চাপা দেবার ধামা কেনে
তাতেই নেই যে লাজ
বিষফোঁড়া-কে ডুবিয়ে দিয়ে
বিসর্জনের ঢাক বাজিয়ে
সারবে এবার আসল স্বার্থসিদ্ধির কাজ।


শাক দিয়ে মাছকে ঢেকে
উন্নয়নের গল্প বেটে
বলবে এবার ভোট দিন
আসবে ফিরে প্রতি ঘরে,আচ্ছে দিন


এমনি করে বৈতরণী
পারাবারের স্বপ্ন নিয়ে
কাটাতে চায় যে বারো মাস
লোকগুলোকে বানিয়ে বোকা
দেবে আবার শুধুই ধোকা
আনবে টেনে বড়ই সর্বনাশ।


এমনি করে চলছে দিন
কাঁড়ি কাঁড়ি বাড়ছে ঋন
এই তো দেশের হাল
উন্নয়নের জোয়ারে ভেসে
গৌরীসেন হচ্ছে মালামাল।
------------------------------------
১/১০/১৯