মেঘ রোদের সোনালী আতর মেখে
দেখা দিলো নতুন সূর্য
ধীরে ধীরে খোলস ছাড়ার প্রত্যাশা বাজি রেখে।


জাগরণ শব্দের একি অপরূপা  রূপ!
একটি বর্ণমালায় যায় কি থেমে?
ঘোর অমানিশা রাতের আঁধার কাটানো কাস্তের ফালি!


তারপর গোধূলি গোসল বয়ে চলে ঊর্ধ্বশ্বাসে
কসুর করার চেষ্টাতে ত্রুটি ধরা পড়লো কি?
কে জানে,সেই তো সুর বাজে একলা চলো রে!
---------------------------------------------
৭/২/২০২০-অবুঝ মন-