সাদা সাদা  পেঁজা মেঘে আবৃত চূড়া
আবার কখনো বা ঘন কুয়াশায় ঢেকে
শুভ্র বরফের চাদর খিল খিল করে হাসে
মেঘেদের ডাকে দিয়ে সাড়া।


গগন চুম্বি চূড়া গুলি দেয় যেন ধরা
হাতের মুঠোয়-মায়াবি মায়ায়
হঠাৎ হঠাৎ আলেয়ার আলো হয়ে
থেকে যায় সাধারণ মানবের অধরা।


এমনি করে কাটায় জীবন নীরবে
হাতছানি দিয়ে বারে বারে
যুগ হতে- যুগান্তরে
প্রকৃতির পরে।
--------------------------------------------