গোলাপকে কে না ভালো বাসে?
আমিও গোলাপ কে ভালোবেসে ছিলাম
হঠাৎই গোলাপ কুঁড়ি হয়ে
আবরনে ঢেকে দিলো।


হারিয়ে গেল অস্তাচলে
বহুদিন যে-দরজা আর খোলেনি
অপেক্ষিত আশার দোলা
থেমে গেল একদিন।


ফাগুন রঙিন বসন্তে
সানাইয়ের সুর ধ্বনি বাজলো বুকে
নতুন আলোকের আগমনে
ফুল ও ফুটলো, গোলাপ সুবাসে।


শাঁখাঝুরি এলো জীবনে
নতুন প্রাণের পরশ উপহার নিয়ে
আনন্দ -খুশির জোয়ার ও এলো
তার হাত ধরে ।


তবুও মাঝে মাঝে আজ ও
বন্ধ দরজার স্মৃতি যন্ত্রণা দেয়
মায়ার মরীচিকা রূপে
বুক ভেদ করে।
--------------------------------------------