জীবনের রঙে রাঙিয়ে এ মন
ধেয়ে চলে প্রত্যাশার খোঁজে।
হঠাৎ, চিকচিক করা হলুদ পাতার গায়ে--
পড়ে চোখ, আবছা আলোর মাঝে
রয়েছে যেখানে ঘন কুয়াশার--
মায়া মেঘে ঢাকা, চকচকে চাদর
হাত বাড়িয়ে, ছুঁয়ে দেখার নেশায় বুঁদ হলাম
পড়ে গেলাম, ট্রাফিকের সিগন্যাল জ্যামে
অপেক্ষা আর অপেক্ষা, যেন হয় না শেষ
শেষমেষ জ্বললো আলো, না সবুজ নয়--
লাল -হলুদের সংমিশ্রণে, মায়াভরা যাদুকরী আভা।
চোখ হয়ে গেল ছানা বড়া, হৃদয় হলো পাগল পারা
আর মন হলো মশগুল, নেশাতুর--
হাতছানি দিয়ে ডাকলো কাছে-
যেন কোকিলের কনসার্ট ভেসে আসে।
গন্ধ ,রূপ মনে হল, অনেক কালের চেনা--
সদ্য দল মেলে ফোটা গোলাপের মতো,
এগিয়ে গেলাম, আশার প্রদীপ জ্বালিয়ে মনের কোণে
মিলিয়ে গেল আলেয়ার মতো, বালুচরে--
হঠাৎ নানা আওয়াজ ভেসে এলো, কর্ণকুহরে--
দেখলাম গতানুগতিক ধারায় ছুটে চলেছে জনমানবের দল--
প্রয়োজনীয় পসরা নিয়ে,
বুঝে ও  তবুও,  নিষ্পলকের মত রইলাম ---
হারানো স্মৃতির- মায়া পৃথিবীর মুখ চেয়ে।।
------------------------------------------
২৫/৩/১৯