ভালোবাসার নিকোন উঠোনে
মেঘ-রোদের লুকোচুরি খেলা
এরই ফাঁকে মাঝে মাঝে ওযে
কাছে এসে, থেকেছে অধরা।


ঝড় বয়ে গেছে গভীরে
ভাগ্যের নিয়তির পরিহাস সুরে
দরজা খোলা পুরনো স্মৃতির মতো
রয়ে গেছে দূরে-বহুদূরে।


অকাল সময় ভিজিয়েছে বালিশ
রঙিন স্বপ্নের নেশার খেলা খেলে
তবুও, পায়রা ওড়াই প্রেমের
মনের কোণে ফাগুণ আলো জ্বেলে।


হয়তো প্রেমের বন্দি ফিকির খেলা
মাতাল হাওয়ায় দামাল স্রোতে ভাসে
বারে বারে খুঁজে ফিরি তাকে
ব্যথাতুর অশ্রুকণা আসে।
---------------------------------------------
১৭/৩/১৯