--------------------------------
চেতনা আছে বলে
আমরা যাদের মানি
সময় সুযোগ বুঝে
সামান্য কিছুর আশায়
তারাও যে খাচ্ছে কাট মানি।
কেন যে এদের মনে--
এমন কাঙালি-পনা জাগে!
তৈল মর্দনে ও শরম নেই
অবিরাম কালের ধারায়
ভেজাল ভিক্ষা মাগে।
বিরামহীন আন্দোলনের পথে
যখন চিকিৎসকেরা দলবদ্ধ --
খুঁজে নেয় অক্সিজেন
তখন যে ওরা-দামি হীরক খনি।
একই অভিযানের ভিড়ে-অনুজ্জ্বল পোশাকে-
লোক যাদের বলে ,সমাজ গড়ার কারিগর --
হাঁ ,তারা-ই আবার বেছে নেয়
নিজ পায়ে মারার চকচকে ধারালো কুঠার।
ঠিক ঘর শত্রু বিভীষণের-ই মত--
আর এভাবেই করে চলে দ্বিচারিতা,মীরজাফরী।
-----------------------------------------
১৬/৭/১৯