ইচ্ছে ছিল অনেক অনেক দিনের
একসাথে কিছুটা সময় কাটানোর,
যদিও সেথায় আছে
এই সমাজে নানা ধরনের ভয়।


হঠাৎ একদিন পুজোর কেনাকাটার সময়-হল পথে দেখা!
খানিক সময় পাশাপাশি সুযোগ হল থাকার,
স্বার্থক বললে বোধ হয় ইচ্ছেটা মরে যাবে
তবুও বলবো স্বাধ কিছুটা পূর্ণ হয়েছে যে।


কামনার আগুনে পুড়তে যে আছে বারণ,
কেবল বন্ধু হয়ে থাকার নেই যে কোনো কারণ।
কিন্তু, কোথায় যেন মন হয়েছে বন্দি!
শুধু বন্ধু ভাবতে গেলেই মাথায় ঘোরে ফন্দি।
---------------------------------