কখনও ইচ্ছে হয়নি এ পথে হাঁটবার
ভেবে ছিলাম যা গেছে তা যাক
তবু আজ না বললেই নয়
এ এক ভয়ঙ্কর অন্ধকার সময়
শুধু কুয়াশা না কী মেঘের পাহাড়?
পিতা চলে গেছে বলে কী নিভে গেছে ডালপালা তাঁর!
আর কতদিন চলবে ভাগবাটোয়ারা লালসার কারবার?
সব জায়গায় ধান্দার পরিসর!
অথচ একটুও বলবার জো নেই বেঈমান কোথাকার!
রগরগে ঠোঁট!চেনা রক্তেরও দাম নেই আর
হৃদয় সে তো কবেই হয়ে গেছে শূন্যের কারাগার
পৈত্রিক লেনদেন সংসার সেখানেও জটাজাল উজ্জ্বল দাবিদার!
সত্যি তো এনারাই বড় দিলদার!
যে উঠোন ফুলে ফেঁপে কলা গাছ হয়ে গেছে একবার
সেখান থেকে আর কে বেরোতে চায়?
তাতে না হয় দু একটি কাঁটাভরা খেজুরের ডাল  কারো মাথায় লাফিয়ে উঠলো আবার!
তার আবার সাধের জায়গা খুঁজার আছে নাকি অধিকার?
আশ্চর্য সব ক্ষত চিহ্নের দাগ! লজ্জার কথা আজ না হয় থাক
কে আপন কে পর বড় ভাববার?
এরা কারা চিনে নিতে হয়।এই জ্বর,মায়াবী মায়াডোর মুছবার এসেছে সময়
থাক বাবা ওরা ভালো থাক
কে না জানে "একদিন মাটির ভিতরে হবে ঘর----"
-----------------------------------------
১৬/৩/২৪-অবুঝ মন -