মনে পড়ে
তোমার চাওয়াতে সীলমোহর দিতে গিয়ে
ক্ষণিক রিংটোন শুনে গেলাম
ভাবতে পারো অলৌকিক
তাতে আপত্তি দেখি না
ইচ্ছে ঘুড়ি উড়তে উড়তে--
কখন যে খুঁজে নিয়েছে দীর্ঘতম মেঘ!
হয়তো সে কারণে চুপেচুপে কথা বলা ভ্রম
একটুও উষ্কায় না আমায়
আর মিথ্যের প্রতিশ্রুতির শুকনো নির্যাস
সে তো কবেই গিয়েছে ছেড়ে
শুধু কালের ব্যাধিতে কিছু উপকথা আজো মনে পড়ে।
--------------------------------------------
তুমি যদি সাগর হতে পারো


যে সময় থেমে থাকবার নয়
সেখানে না হয় থাকলো জমা
আরো কিছু ব্যঞ্জন বিনিময়।


এ পৃথিবী ঘিরে জড়ায়ে যে প্রেম
দেখো খুঁজে পাবে ঠিক হৃদয়ের নির্দেশ
তবু কেন বারে বারে ছোটে শব্দের বান ?


মনে হয় এর চেয়ে ঢের ভালো শানিত তলোয়ার
চুপ সাগরে ডুব দেওয়া--
মানে কি নড়বড়ে আশ্রয়?


তুমি যদি সাগর হতে পারো
আমি না হয় ঢেউ হয়ে ছুঁয়ে যাবো তীর
দেখো বুকের পাঁজরে কতটা ঠাঁই নিতে পারো।
--------------------------------------------
-২২/১/২০২১-অবুঝ মন-