এখানেই নেচে ছিল জল
এখানেই সব টলমল!
এখানেই বাঁধনের বুক ভরা ক্ষেত
এখানেই নেমে এলো প্রেত!
এখানেই সবুজের যত সমারোহ
এখানেই জড়িয়ে গ্ৰহ!
এখানেই মিলনের মেলা
এখানেই বুক ভাঙা খেলা!


এরপরেও কী জেনো কয়--?
ভোলবার নয় তাঁর অশেষ দান!
শেষমেষ সেই তো কেড়ে নিলো
এতো গুলো তাজা তাজা প্রাণ
মনে পড়ে-?এই সেই ঠিকানার স্থল-
----------------------------------------
৫/১০/২৩-অবুঝ মন -