তুমিও জানো আমিও জানি
হাপুরহুপুর বুকের ভিতর
উষ্ণ তাপের যন্ত্রণা
সব বুঝেও বললে শেষে
অপুর চোখের কল্পনা!
তবুও দেখো আসা যাওয়ার পাঁপড়ি গুলো
সতেজ সবুজ আজও কত!


আজ শ্রাবণে মেঘের কোলে
কার কথাটা নিয়ম মেনে আসছে চলে
মনে পড়ে?
যাওয়ার বেলা বলবো কী আর?
এই তো সময় স্মরণ করে
চরণ ছোঁয়ার,তোমার আমার সবার।
------------------------------------------
৮/৮/২৩-অবুঝ মন -