।।‌মরি -লাজে মরি।।
  ।।নরেশ বৈদ্য।।
---------------------------------------------
ঝরায় কত-না রক্ত ভোটের জন্য---
মানবিক মুখগুলো মুখোশ পরে
অথচ যাকে প্রথম পোশ মানিয়ে ছিল--
সে আজ ও অবলীলায় সেবা করে।


এই তো সময়-বেরিয়ে পড়েছে আজ শিরদাঁড়া গুলি-
পশুদের সাথে মানুষের বসবাস
সমাজে আজ ও ঘটে চলে--
নির্বিচারে নরবলি- লাল রক্তের হোলি!


বাদ সাধে না শিশু ,কিংবা নরনারী--
জগৎ সভায়- সুর হয়ে বাজে
দেশের নেতারাই হল- মানবতার পূজারী--
ছিঃ-ছিঃ-ছিঃ-মরি, -লাজে মরি।
---------------------------------------------
২/৬/১৯