ওরা যে সব অবুঝ সোনা
সবুজ মনের চাঁদের কোনা
হিংসা- ঘৃণা নেই জীবনে
ওরা থাকে মুক্ত মনে
সবাই ওরা বেখেয়ালে
করছে খেলা আপন তালে।


এরই মাঝে একটু আধটু
খামচা- খামচি সব শুদ্ধু
করছে নালিশ মাঝে মাঝে
দুষ্টু-মিষ্টি মনের ভাঁজে
তবুও ওরা হাসছে বসে
সবাই সবার ভালোবেসে।


ওদের হাসিতে মুক্ত ঝরে
ভালোবাসার খুশি জ্বরে
আমায় ওরা পাগল করে
মন ব্যথা যায় যে দূরে
এমনি করে কাটছে জীবন
ওরাই আমার শ্রেষ্ঠ বন্ধন।
-------------------------------------------
স্কুলের ছোট ছোট কুঁড়ি দের নিয়ে এই ছড়া কবিতা
০১/০২/১৯