বছর শেষ হয়ে এলো নতুন বছর
শুরু হলো কাল বৈশাখীর ঘোরতর ঝড়
দেখতে দেখতে চব্বিশটা দিন কেটে গেল
হঠাৎ রবীন্দ্রনাথের জন্ম দিবসের ঝড় উঠলো
গুরু গুরু মেঘের গর্জনে ভরে উঠলো আকাশ বাতাস
আমি তখন একা বসে শুনছি বাতাসের স্বর
হায়রে বিশ্বকবি তুমি রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার জন্ম দিবসে আমি ম্লান হয়ে একা বসে থাকি
শান্ত মনে তোমার জয়গান গাইতে পারলাম না
কেমন তোমার জন্ম দিবস বলতো রবীন্দ্রনাথ?
---------------------------------------------
তখন ক্লাস নাইনে পড়ি-এই লেখাটি-আজ
উদ্ধার করলাম-১৯৯৪-(কবি গুরুর জন্ম দিনে তাই এটাই শ্রদ্ধার্ঘ্য হোক)