না বলার মতো কিছু নেই--
করিনি-তো এখন ও কোন ঋণ
শুধু বলেছি জেনে কী আর করবে-
বসন্তের সুরের দোলা আছড়ে কি আর পড়বে?


গরীব লোকের মতো আছি--
কাব্য ধারার মাঝে, বাঁচার রসদ খুঁজে
অনেক বাঁধা সেথায় ও ছিল, জেগে পথটি চেয়ে
তাই তো তোমায় খোলা মনে উড়তে বলছি জোরে।


আসল কথা শুনলে পরে, যদি দুঃখ জাগে
ভাবনা দোলায় চড়ে কথার মালা ভাসিয়ে দিয়ে--
অন্তরের-ই মনোবীনা কূলহারা এক নদীর মতো,
চায় যে যেতে বয়ে-পাথর ঘেরা গাঁয়ের পথটি খুঁজে নীরব রূপে।
------------------------------------
২/৬/১৯