আমার শহর জুড়ে মড়কের ঢল,বলতে পারেন ভয়ানক মন্বন্তর
তবু আপনাদের যোগের পাতাবাহার হোক উজ্জ্বল
না হয় আরও আরও মেঘ এসে ভরিয়ে দেবে আমার এ উঠোন কানায় কানায়
হয়তো ক্রমশঃ দুর্ভিক্ষের করাল গ্রাসে আরও অতলে তলিয়ে যাবো
তবু চাই ক্ষয় হোক হলুদ পাতার জরিপ আতঙ্ক
এ কেমন পুরোনো পাপের ভার?বাড়া ভাতে ছাই---!
আসলে অতি সাধারণ হলে যা হয়-বুঝবে কী করে যান্ত্রিক কাঠামোর দাবাচাল!
যাই হোক তাই হোক শ্মশানের চিতা না জ্বললেই হলো
নিদেনপক্ষে ঋণ শোধ বলুন কে না চায়?
অন্ততঃ বেঁচে তো যাক এ মুখের দাম,না বলবো না আর এ কেমন হলো --
------------------------------------------
১৯/১১/২৩-অবুঝ মন -