এই যে সময় বয়ে চলে
দেখোনি কি আকাশের চাঁদ কত কথা বলে?
শুধু রয়ে যেতে চাও নীরবসাগর কূলে!
প্রভাতী গানে ভ্রমরের জাগানিয়া সুরে
কিছু কি নেই?
"তুমি বলো না বলে"চলে যেতে চাও পাশ কাটিয়ে!
না বলা ভাষা খুঁজে এ কথা কি বলা চলে?
বোঝো না কি বৃন্দাবনে যে বাঁশিটি বাজে তা নয় নতুন?
সেখানেও জুড়ে দিলে পুরোনো সেই ধুন!
না হয় আরো কিছুদিন
মিষ্টি বলয় গড়ে গেয়ে যেতে গান গুন গুন গুন।
-------------------------------------------
৭/৪/২০২২-অবুঝ মন-