লকলকে জিভ চকচকে চোখ
এ দলটা ভালো,ও দলটা না
না না না,আর পারি না।
চোরে চোরে তুতো ভাই
ভাগাড়ে ও ছাড় নাই!


এদিকে শিয়রে সমন দেখে
প্রকল্প দুয়ারে দুয়ারে
কী নাটক কী নাটক
খায় দায় গান গায়
তাইরে না রে না!
বৈতরণী পারের এ কি ছলাকল?
না না না,আর পারি না
ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল!


সোনার বাংলা আহ্,গড়বো এবার
কী ভীষণ সাধ!আহ্ কী ভীষণ সাধ!
এ কি স্বপ্নের মায়াজাল?
না কি মায়ের হাতের মুড়কির মোয়া?
জাদুকর হার মেনে যায়
এতোদিন কোথায় ছিলে দাদারা?
মরে যাই মরে যাই,আর পারি না।


ঐ যে উড়ছে নিশান
রক্ত গঙ্গার জলে ভাসা তাজা প্রান
এদের বিচার কোথায়?
পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে
গরীবের ঝাড়ে বাঁশ দিয়ে
সি.আইডি সিবি.আই তাস খেলে
চোরের দল আজ সাধু হলে!
মরে যাই মরে যাই--
শেষে কি না সবটাই বেচার পরিকল্পনা!
ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল
না না না,আর পারি না।
---------------------------------------------
৩/২/২০২১-অবুঝ মন-