না তেমন কিছু না
দু একটি প্রশ্নপত্র প্রকাশ
যেমন ফুলদানিতে ফুলের শোভা
ঠিক তেমনই স্ফটিক জল
এভাবেই রেখে গেলো ছাপ
থাকতেও পারে গল্পের ইমারত
তাতে কি চাঁদের আলো এতটুকু হয়েছে ম্লান?
যত সে পেয়ে থাকুক কলঙ্কের দাম
রেখেছে যত্নে সাজিয়ে শুধু একটি নাম
"বদনাম হবে জেনেও তবু ভালো বেসেছিলাম--"।
------------------------------------------
-৮/৯/২০২২-অবুঝ মন -