ভাগ্যাকাশে কঠিন সূর্যের লুকোচুরি খেলা রয়েছে জেগে।
এরই মাঝে যুদ্ধের দামামার সুর ভেসে আসে--
ভোটের আগমনী আহ্বান চিঠি রূপে।
যুদ্ধ চলছে যুগ যুগ ধরে,
বাহুবলির সাথে বাহুবলের--
আর অকাতরে চলে যাচ্ছে প্রান ,
যাদের দুবেলা-দুমুঠো সংস্থানের নেই সম্বল--
সেই সব উলু-খাগড়ার।
চোখ রাঙানির সুরে ,বোমা বারুদ ছুটে আসে তাদের-ই বুকে--
নতুবা, নিঃশব্দে বুলেট ঝাঁঝরা করে দিয়ে যায় চলে।
প্রতিরোধ বা প্রতি বাদের জায়গা কোথায়?
পাষাণী অহল্যার কান্না আজও,
ভাসে আকাশে বাতাসে।
পিছলের আশঙ্কা প্রতি পদে পদে--
পচে গেছে সামাজিক মনিকাঞ্চন,
অপসংস্কৃতির আঘাতে আঘাতে জর্জরিত সমাজ।
তাই চোখে নেমে আসে জল -সমাধানহীন--
আতঙ্কের মাঝে যেতে হবে,
বিবেকহীন শ্রেণীর, নির্বাচনের দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে--
রাজনীতির প্রেক্ষাপটে জন্ম দিতে, আরও এক নতুন সুনামির।।
--------------------------------------------
৫/৫/১৯