ন্যায়ের লড়াই
-------------------------------
চারিদিকে গেলো গেলো রব উঠেছে বলে
হাতটা সরিয়ে নেবো,ঠিক এমনটা নয়
যদি হয় হোক,হোক না স্পষ্টত দুধের হিসাব
তাই বলে দুমদাম দিস না ছুঁড়ে কাদায় ফেলে
দেখ একটু রাখতে পারিস কী না এখনো তোদের দলে?
কী আর করি বল?জীবন শিখিয়েছে চাঁদের কলঙ্ক দাগ মুছে ফেলতে-
-------------------------------------
তাকিয়ে দেখো -২
------------------------------
সমস্যাকে সঙ্গে নিয়ে চলতে হবে জীবন পথে
লড়াই ছাড়া যায় না বাঁচা এ কথাটিও মানতে হবে
চলো দেখি এগিয়ে চলো মস্তিষ্ক ঠান্ডা করে
দেখবে যতোই বাঁধা আসুক একদিন তার শেষও আছে
আর কী তবে ভাববে বসে জটিলতার আখর ছুঁয়ে?
দূর সীমানায় মেঘের টিলায় ওই দেখো ঐ সূর্য হাসে।
-------------------------------
৯/৬/২৩-অবুঝ মন -